মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১২:৫৯ পিএম
তিনি নিত্য নতুন খবরের শিরোনাম হন। এক্ষেত্রে পোশাক নিয়েই বেশি হন। তিনি মুম্বাইয়ের জনপ্রিয় আইটেম গার্ল মালাইকা অরোরা। সম্প্রতি ডিজনি+হটস্টারে নতুন রিয়ালিটি শো 'মুভিং ইন উইথ মালাইকা' শুরু হওয়ার পর থেকে চর্চায় রয়েছে মালাইকার ব্যক্তিগত জীবন। কারণ, এই শো'য়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি খোলামেলা মুম্বাই সাল্লু ভাইয়ের সাবেক ভাতৃবধু 'মাল্লু'। সম্প্রতি, এই রিয়ালিটি শো'য়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোদ মালাইকার ছেলে আরহান।
'মুভিং ইন উইথ মালাইকা'তে এসে এবার মা মালাইকা অরোরার পোশাক নিয়ে ঠাট্টা করতে দেখা গেল ছেলে আরহানকে। মায়ের স্টাইলিশ পোশাককে ন্যাপকিনের সঙ্গে তুলনা করে বসেন আরহান। প্রসঙ্গত, আরহান খান হলেন মালাইকা অরোরা এবং আরবাজ খানের ছেলে। তিনি এখন আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন।
মায়ের শো'তে বেশ খোশ মেজাজেই দেখা গেল আরহানকে। মায়ের সঙ্গে তার ঠিক কোন বিষয়টি মেলে ? এই প্রশ্নে আরহান বলেন, মা আর ও দুজনেই বাবা-মায়ের প্রথম সন্তান। এছাড়া মায়ের সঙ্গে তার আর কোনো কিছুই মেলে না। মালাইকা ছেলেকে প্রশ্ন করেন, মায়ের সঙ্গে গোটা একটা দিন সময় কাটানোর বিষয়ে তার কী মত ? এই প্রশ্নে আরহানের উত্তর, চলো জীবনে আরও এগিয়ে যাই। আমার মনে হয় গোটা একটা দিনে আমি সবাইকেই সময় দিতে চাই।
এরপর আরহান জানান, তার খাওয়া অমৃতা তার কাছে অনেক বেশি কাছের। আর আম্মু তার কাছে দ্বিতীয় মা। ছেলের কথা শুনে মালাইকা তখন বলেন, তোমার এই কথাগুলোতেই ভীষণ রাগ হয়। যদিও মালাইকার কথায়, আমার মনে হয় অমৃতা তার নিজের জায়গা নিয়ে একটু বেশিই প্রচার করে। তবে আমি শুধু আম্মুর কাছে কৃতজ্ঞ। আর এরপরই মালাইকাকে ক্রু টপ এবং প্যান্টে দেখা যায়। তখন আরহান তার মায়ের পোশাককে ন্যাপকিনের সঙ্গে তুলনা করেন। মাকে বলেন, তোমাকে ঠিক
জেলবন্দিদের মতো লাগছে। এদিকে নিজের শো'তে বোনের পোশাক নিয়ে মজা করায় মালাইকার উপর বেজায় চটেছেন অমৃতা অরোরা। এদিকে আরহান জানান, তার পছন্দের হলো আম্মুমায়ের খাবার। পৃথিবীর বিভিন্ন প্রান্তের খাবার খেয়ে তার মনে হয়েছে আম্মুমায়ের খাবারই সেরা। আর তাই ক্রিসমাসের ছুটি তিনি আম্মুমায়ের সঙ্গেই কাটাতে চান।
বলিউড তারকা নোরা ফাতেহি বলিউডি চলচ্চিত্রে অভিনয় করার সুবাদে এখন বেশ জনপ্রিয়। তবে তিনি আলোচনায় আ... বিস্তারিত
রনবীর কাপুরের সঙ্গে বলিউডি ছবি ‘অ্যানিম্যাল’ এর শয্যদৃশ্যে সহজ - সাবলীল অভিনয় করে তৃপ্তি দিমরি... বিস্তারিত
সম্প্রতি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় একই সঙ্গে অভিষেক ঘটেছে এক ঝাঁক স্টারকিডের। এদের মধ্যে &nb... বিস্তারিত
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশা... বিস্তারিত
বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বলিউড নায়িকা সোনাক্ষী ও অভিনেতা জহির। নানা প্রতিবন্ধকতা পের... বিস্তারিত
বলিউডি তারকা আলিয়া ভাট নেটিজেনদের ‘সততা’র পাঠ পড়ালেন! ১১ জুন (মঙ্গলবার) এমন পোস্ট দেখে বেশ চমক... বিস্তারিত
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একইস... বিস্তারিত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় পেতে চলেছেন, ভারত সরকার এখনো তা জ... বিস্তারিত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানম... বিস্তারিত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সংখ্যালঘু মান... বিস্তারিত