রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ০১:১৪ এএম
বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে দুবাইয়ের মাটিতে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা। তবে ভবিষ্যতে বুর্জ খলিফার গায়ে আর উঁচু ভবনের তকমা থাকছে না। কারণ বিশ্বের নতুন সর্বোচ্চ ভবন তৈরির পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ কুয়েত। খবর বিজনেস ইনসাইডারের।
এক কিলোমিটার লম্বা এ ভবনটির নাম দেওয়া হয়েছে বুর্জ মোবারক। এটি নির্মাণ করা হবে কুয়েতের মাদিনাত আল হারের অথবা সিল্ক সিটির প্রাণকেন্দ্রে। এ শহরটির নির্মাণ কাজ শেষ হবে এ বছরই।
তবে মেগা প্রজেক্ট বুর্জ মোবারকের কাজ সম্পন্ন হতে আরও ২৫ বছর সময় লাগবে। ভবনটি
তৈরি হবে ইন্টারলকিং ও বাঁকানো কাঠামোর মাধ্যমে। যেন ১৫০ কিলোমিটার গতির বাতাসের প্রভাবেও ভবনটির কোনো ধরনের ক্ষতি না হয়।
বুর্জ মোবারকটি হবে ২৩৪ তলার একটি ভবন এবং এতে প্রায় ৭ হাজার মানুষ থাকতে পারবেন।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ বুর্জ মোবারক হবে কুয়েতের সবচেয়ে উঁচু ভবন। এটি নিশ্চিতভাবে দুবাইয়ের বুর্জ খলিফাকে (৮২৮ মিটার) ছাড়িয়ে যাবে। তবে এ মুহূর্তে এটি বিশ্বের নির্মাণাধীন সবচেয়ে উঁচু ভবন নয়।’
এ ভবনটিকে কেন্দ্র করে গড়ে তোলা হবে উপশহর। যেখানে থাকবে হোটেল, বাসস্থান, অফিস এবং বিনোদনের মাধ্যম। ভবনটি তৈরি করতে খরচ হবে ২৫ বিলিয়ন কুয়েতি দিনার।
এদিকে ২০১১ সালে প্রায় ২৫০ বিলিয়ন ডলার খরচ করে মাদিনাত আল হারের নামক শহরটির নির্মাণ কাজ শুরু করে কুয়েত। এ বছর শহরটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এটির নির্মাণ শেষ হলে ৪ লাখ ৩০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে। অপরদিকে স্থানীয় ও বিদেশিরা বিনিয়োগ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, এখানে দ্রুত সময়ের মধ্যে শত শত সুউচ্চ ভবন নির্মাণ হবে এবং সব মিলিয়ে শহরটিতে ৭ লাখ মানুষ বসবাস করতে পারবেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় পেতে চলেছেন, ভারত সরকার এখনো তা জ... বিস্তারিত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানম... বিস্তারিত
নাইজেরিয়ায় বেশ কয়েকটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে আ... বিস্তারিত
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে। রবিবার (৩০ জুন) স্থানীয় সময় সকাল ৬টায় শ... বিস্তারিত
পৃথিবীর কক্ষপথে আরও একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু পাঠিয়েছে চীন। গত ছয় মাসে এ নিয়ে সাতটি রহস্যময় বস্তু ... বিস্তারিত
লোহিত সাগর ও ভারত মহাসাগরে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদল হুতি। রোববার (... বিস্তারিত
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একইস... বিস্তারিত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় পেতে চলেছেন, ভারত সরকার এখনো তা জ... বিস্তারিত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানম... বিস্তারিত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সংখ্যালঘু মান... বিস্তারিত