রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ০৫:১৬ এএম
দুদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। নগরীর বিভিন্ন এলাকা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে বাড়ি ফিরতে শুরু করেছে তারা। ফলে এ রুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।
পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে আসা ঘরে ফেরা মানুষের পদচারণায় দীর্ঘদিন পর মুখরিত হয়ে উঠেছে দৌলতদিয়া ফেরি ঘাট ও বাস টার্মিনাল এলাকা। এক সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই নৌপথ ছিল ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম নৌরুট।
প্রতিদিন পদ্মা পাড়ি দিতো শত শত মানুষ ও পাঁচ থেকে ৬ হাজার যানবাহন। সেই সময় নদী পাড়ি দিতে এসে জ্যামে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। পদ্মা সেতু চালু হওয়ার সুফলে ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না ঘরেফেরা এসব মানুষ ও যানবাহনের।
সরেজমিনে দৌলতদিয়া ফেরি ঘাট ও লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে সাধারণ যাত্রী ও যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি মোটর সাইকেল পার হচ্ছে। এ ছাড়া সময় যত বাড়ছে ততই ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে দৌলতদিয়া ঘাটে। তবে যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যের দিকে ছুটে যাচ্ছেন।
অপর দিকে পদ্মা পাড়ি দিয়ে আসা প্রতিটি লঞ্চেই দেখা গেছে যাত্রীদের ভিড়। এসব যাত্রীরা লঞ্চ থেকে নেমে বাস টার্মিনালে এসে বাস, মাইক্রোবাস, মাহিন্দ্রযোগে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।
রাজধানী ছেড়ে আসা যাত্রীরা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার আগে এই পথে পাঁচ ছয় ঘণ্টার আগে কখনও ফেরিতে উঠতে পারেননি। স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দূর্ভোগ কমেছে। এবার ঈদ যাত্রায় ভোগান্তি ছাড়া তারা বাড়ি ফিরতে পারছেন। দুর্ভোগ ছাড়া বাড়ি যাওয়াটা অনেক আনন্দের বলে জানান তারা।
এদিকে এবারের ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ২০টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। সেইসাথে ঘাটকে যানজট মুক্ত রাখতে ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন সর্বমোট সাতদিন ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সে জন্য নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রা পথে ভোগান্তি, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে যানজট নিরসনসহ ঘাট এলাকায় সার্বক্ষণিক কঠোর নজরদারি করবে প্রশাসন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২২টি লঞ্চ চলাচল করছে। যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। তবে যাত্রী ধারণ ক্ষমতা মেনেই পারাপার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, ঈদ উপলক্ষে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে তবে ভোগান্তি ছাড়াই যানবাহনগুলো নদী পার হতে পারছে। আশা করি এবার ঈদে যানজট মুক্ত যানবাহন ও ঘরমুখো মানুষ বাড়িতে পৌঁছাতে পারবে। বর্তমান তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তিনটি ঘাটে রয়েছে ছয়টি পকেট। এই ছয় পকেটে ছয়টি ফেরি ভিড়তে পারবে। আশাকরি এবারের ঈদ যাত্রায় কোনো ভোগান্তি হবে না। আজ এ নৌরুটে ছোট বড় মিলে ১৯ ফেরি চলাচল করছে।
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন ... বিস্তারিত
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একইস... বিস্তারিত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানম... বিস্তারিত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি প্রতিষ্ঠান দি... বিস্তারিত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূ... বিস্তারিত
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে শনিবা... বিস্তারিত
চট্টগ্রাম ওমেন্স ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর ... বিস্তারিত
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন ... বিস্তারিত
ছাত্রজনতা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার কতৃক ত... বিস্তারিত
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একইস... বিস্তারিত